বিরামপুরে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় জেলা শিক্ষা অফিসার


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাজাহান সিদ্দিক। এসময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ বাংলা বিষয়ে পঠন দক্ষতা অর্জনকারী বিদ্যালয়কে সম্মাননা পুরষ্কার প্রদান এবং বিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষ অবদানে সম্মাননা পুরস্কার প্রদান করেন তিনি। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে তিনটায় বিরামপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা এর সভাপতিত্বে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এ এম শাজাহান সিদ্দিক । প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা। এসময় উপস্থিত ছিলেন শান্তিনগর ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, খানপুর ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা জনার্দন চন্দ্র দেবশর্মা,কেটরাহাট সহকারী শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম (প্রধান শিক্ষক জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (প্রধান শিক্ষক রেলকোলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়), নিশিবাপুর (ভাই গড়) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিবপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব কবীর হাসান চৌধুরী প্রমুখ। বিরামপুর উপজেলার ১১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ বাংলা বিষয়ে পঠন দক্ষতা অর্জনের লক্ষ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লার দিক নির্দেশনায় ১ মাসের ক্যাম্পেইনে ২০টি বিদ্যালয়ের মধ্যে ৩ টি বিদ্যালয় শতভাগ পঠন দক্ষতা অর্জন করে।প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ১ মাসের ক্যাম্পেইনে ৩ টি বিদ্যালয় শতভাগ পঠন দক্ষতা অর্জন করায় প্রস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুন জাহান,চক হরিদাসপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া রেবেকা সুলতানা এবং বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম এর হাতে সম্মাননা স্মারক ও সম্মাননা পত্র তুলে দেন। এছাড়াও উপজেলায় বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখায় নিশিবাপুর (ভাই গড়) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিবপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব কবীর হাসান চৌধুরী,কাটলা উত্তর দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী বীরেন্দ্র নাথ রায়,খেয়ার মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাছির উদ্দিন কবিরাজ, উত্তর রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আনিসুর রহমান ও মহুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দুলালকে সম্মাননা স্মারক প্রদান করেন।এর আগে বিরামপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে ফলের চারা রোপণ করেন। প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁর বক্তব্যে বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে প্রধান শিক্ষকগণকে সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে।