নিজস্ব প্রতিবেদক: যুগের চাহিদা মাথায় রেখে তথ্য প্রযুক্তির অত্যাধুনকি ফিচার সমৃদ্ধ ‘পদ্মা বাজার’ নামে আরো একটি নতুন ই-কমার্স সাইটের যাত্রা শুরু করেছে দেশে।
গতকাল (২ জুলাই) শনিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ই-কমার্স সাইটটি।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক ভিডিও বার্তায় বলেন, ডিজিটাল বাংলাদেশে নিত্যনতুন নানা ব্যবসা তৈরি হচ্ছে, নানা ধরনের স্টার্টআপ, নতুন উদ্যোগ বাজারে আসছে। ই-কমার্স সেক্টরে বিশাল একটি ক্ষেত্র তৈরি হয়েছে বাংলাদেশে।
ব্যস্ত জীবনে দেশের মানুষের ই-কমার্স ব্যবহারে জোকের প্রসঙ্গ টেনে পরিকল্পনামন্ত্রী বলেন, আশা করছি, তারা যে সৎ উদ্দেশ্যে এই ব্যবসায় এসেছে সেটা স্বার্থক হবে, সফল হবে। তারা নিজেরা ও ভোক্তারা লাভবান হবে।
পদ্মা বাজার ডটকমের চেয়ারম্যান প্রবাসী বাংলাদেশী রইসুল খান বলেন, পদ্মা বাজার বাংলাদেশের মানুষের পণ্য চাহিদা মেটাতে নতুন দুয়ার উন্মোচন করবে। সেবার মান দিয়েই পদ্মা বাজার মানুষের হৃদয়ে স্থান করে নেবে। পদ্মাবাজার একযোগে সারা দেশে সেবা প্রদান করবে।
নিজেদের ভবিষ্যৎ বাজার পকিল্পনার কথা জানিয়ে রইসুল বলেন পদ্মা বাজার দেশের চাহিদা পূরণ করে বহির্বিশ্বে মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করবে। গ্রাহকরা তাদের পছন্দের পণ্য ক্রয় করতে পারবেন।
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বলেন, পদ্মাবাজার লিমিটেড একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত এবং সব বৈধ নথিপত্র নিয়েই যাত্রা শুরু করছে। এ ছাড়া সমমনা ব্যবসায়ী তথা ই-কমার্স সেক্টরের অ্যাসোসিয়েশনসহ সব ক্ষেত্রে সমন্বয় করেই এগিয়ে যাবে।