লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ দীর্ঘ একযুগ পর আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে অপারেশন থিয়েটার। ৩০ জুলাই সকাল ১১ টায় পৌরসদরের সৈয়দগাঁও গ্রামের ওয়ার্কসপ মিস্ত্রি কাশেম মিয়ার স্ত্রী মিম আক্তার (২০) নামের এক প্রসূতির সফল সিজারিয়ান অপারেশন কার্যক্রমের মধ্য দিয়ে চালু করা হয় অপারেশন থিয়েটারটি। এতে উপজেলাবাসীর অনেক দিনের দুর্ভোগের অবসান ঘটল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।সম্পূর্ণ বিনা খরচে এ সিজারিয়ান অপারেশন টিমে সহযোগিতা করছেন- গাইনী বিশেষজ্ঞ ডাঃ শাহ মোঃ হাসানুর রহমান, এনেস্থেসিওলজিস্ট ডাঃ ফারজানা জামান পুনম, এসিস্ট্যান্ট ডাঃ সুমাইয়া রহমান, উপ সহকারী কমিউনিটি অফিসার ডাঃ কামরুল হাসান সিদ্দিক, ওটি ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স সেলিনা বেবি প্রমুখ।সেবা নিতে আসা পৌর সদরের সৈয়দগাঁও গ্রামের মিম আক্তার (২০) এর মা মেনু আক্তার বলেন, এখানে আগে সিজার করা হতো না। কিন্তু এখন সিজার অপারেশন চালু হওয়ায় আমরা অনেক খুশি। আমাদের আর কষ্ট করে দূরে কিশোরগঞ্জ বা নরসিংদী অথবা ময়মনসিংহে যেতে হবে না। এখানেই বিনা পয়সায় সেবা নিতে পারব। তিনি আরো বলেন এরকম একটা সিজার অপারেশন করতে ক্লিনিকে টাকা লাগে ১০/১৫ হাজার আর এখানে সেবা পেয়েছি বিনা পয়সায়। ডাক্তারদের আন্তরিকতার শেষ নেই।তিনি আরো জানান, গত বছর মহিলার সন্তান হওয়ার সময় এখানে অপারেশনের ব্যবস্থা না থাকায় খুব ঝামেলা পোহাতে হয়েছে। এখানে অপারেশন চালু হওয়ায় আর চিন্তা নেই।অপারেশন থিয়েটার চালু প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর – এ – আলম খান জানান, অ্যানেস্থেসিয়া চিকিৎসক না থাকায় আমরা মেজর কোনো অপারেশ করতে পারতাম না কিন্তু এখন আমরা তা করতে পারব। সম্পূর্ণ বিনা খরচে আমরা সিজারিয়ান অপারেশন শুরু করেছি। এর মধ্য দিয়ে আমাদের এখানে চিকিৎসা সেবার নতুন মাত্রা যুক্ত হলো।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024