মিজানুর রহমান লাভলু,কানাইঘাট প্রতিনিধিঃ
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলম আরা মিনুর গান কন্ঠে স্বাধীন বাবুর কথা সুরে” চন্দ্রতারা”গানটি মগবাজার রং স্টুডিও তে রেকর্ড সম্পন্ন হয়।গানটির মিউজিক কম্পোজ করেছেন এই প্রজন্মের জনপ্রিয় মিউজিক কম্পোজার শামীম আশিক। গানটি ঘিরে শামীম আশিক বলেন।গানটি সুর শুনেই অবাক হয়েছি,ভাললাগা থেকেই মন দিয়ে কাজ শেষ করেছি।গানটি অম্লান হয়ে থাকবে।গানটি নিয়ে কন্ঠ শিল্পী আলম আরা মিনু বলেন খুবই যতনে গানটি গেয়েছি,ভাল একটি গান গাইলাম কথা ও সুর অসম্ভব ভাললাগা ছিলো।মন আনন্দে গেয়েছি।আশারাখি শ্রোতার মন ছুঁয়ে যাবে গানটি মনে রাখবে।গানটি কে ঘিরে এই প্রজন্মের সুরকার ও কণ্ঠশিল্পী স্বাধীন বাবু বলেন।অনেক কালজয়ী গানের শিল্পী, আলম আরা মিনু ম্যাম,খুবই ভয় কাজ করছিলো
ভেতরে ভেতরে যখন গানটি শুনালাম ম্যাম কে, কথা ও সুর খুবই পছন্দ করলো।মুচকি হেসে বললো,সব রেডি কর গানটি তাড়াতাড়ি গাইবো।আসলে গুণী মানুষ এমন সহজ সরল হয় এমন উদার হয়।সে প্রমান যথেষ্ট পেলাম প্রিয় কন্ঠ শিল্পীর থেকে।যার গান শুনে বড় হয়েছি আজ কথা ও সুরে সেই প্রিয় কন্ঠ শিল্পী কে দিয়ে গান গাওয়াতে পেরেছি।এটা অনেক বড় পাওয়া। চন্দ্রতারা গানটি আশারাখি শ্রোতার মুখে মুখে থাকবে। গানটি নির্মাণ করেছেন স্বাধীন বাবুর প্রোডাকশন হাউজ চ্যানেল ডট।গানটি বাংলাদেশের জনপ্রিয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে রিলিজ হবে।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024