মোঃ মজিবর রহমান শেখঃবালিয়াডাঙ্গী উপজেলা বাসীকে সতর্ক বার্তা, জানিয়েছেন’ বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী অফিসার “মোঃ যোবায়ের হোসেন সম্মানিত বালিয়াডাঙ্গী উপজেলা বাসী ” আসলামু আলাইকুম
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে
যে’ কিছু,প্রতারক ও,অসাধু চক্র’ বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে’সেই নাম্বার থেকে বিভিন্ন ব্যাক্তিকে– সংস্হাকে ফোন করেছে এবং বিভিন্ন কারণ দেখিয়ে টাকা দাবি করেছে! আমি আপনাদের নিশ্চিত করছি “ইউএনও’ বা তার পক্ষে ‘কখনো ফোন করে কিংবা অন্য কোনভাবে কারও নিকট টাকা নেওয়া কিংবা চাওয়া হয়না’ আমার পক্ষে থেকে কেউ সশরীরে মোবাইলে টাকা চাইলে দয়া করে কেউ টাকা দিবেন না। এ বিষয়ে পুলিশ কে,অবহিত করা,হয়েছে! এ ধরনের প্রতারণা থেকে সতর্ক ও সচেতন থাকার,জন্য অনুরোধ করছি। এবং টাকা চাওয়ার কোন ঘটনা জানতে পারলে তাৎক্ষাণিক ভাবে আমাকে বা “থানায় পুলিশ,কে জানানোর জন্য অনুরোধ করছি। বিঃদ্রঃ লক্ষ্য করুন’ ভূয়া,নাম্বার থেকে ফোন আসলে, (+),এবং 88 মাঝে একটি (0),থাকে। আসল নাম্বারে কোন (০), থাকবে না ‘-এক ক্রমিকের নাম্বার ভূয়া! নিজে সতর্ক হওন অন্যকে জানান সচেতন করুন! অনুরোধক্রমে —- মোঃ যোবায়ের হোসেন ,বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী অফিসার ।
সর্ম্পকিত খবর সমূহ.
November 23, 2024