স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃদাকোপে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট মিন্টু বিশ্বাসের নেতৃত্বে যৌথ ট্যাস্কফোর্সের অভিযানে মাদকসহ দু’জন গ্রেফতার হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা থেকে দাকোপের চালনা বাজার ও বাজুয়া এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়। র্যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ ট্যাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ বোতল ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী চালনা বাজার এলাকার আয়নাল শেখের স্ত্রী আসমা বেগমকে গ্রেফতার করা হয়। এরপর ২ পুরিয়া গাজাসহ বাজুয়া নিজ বাড়ী থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারী মৃঃ আমিরুল হক বুলবুলের পুত্র হাবিবুর রহমান রনি (৩২) কে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ইয়াবা সেবনে ব্যবহ্নত পাইপ ও গ্যাস লাইট জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের উপজেলা পরিষদ চত্বরে নিয়ে এসে শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মিন্টু বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান রনিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেন অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করে। অপর আসামী আসমা বেগমকে নিয়মিত মামলা দিয়ে দাকোপ থানায় হস্তান্তর করা হয়।