উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১০ আগষ্ট বুধবার বাগেরহাট জেলার সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স হাবিব এন্ড সন্স, সদর, বাগেরহাট নামীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিএম লাইসেন্স ব্যতিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদনপূর্বক বাজারজাত করায় ও লাইসেন্স আছে মর্মে মিথ্যা তথ্য প্রদান করায় ০১টি মামলা দায়ের করা হয় এবং বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় ১০,০০০.০০ (দশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জয়দেব চক্রবর্তী এর নেতৃত্বে পরিচালিত হয়।প্রসিকিউটর হিসেবে বিএসটিআই খুলনার কর্মকর্তা প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা,ফিল্ড অফিসার (সিএম)দায়িত্ব পালন করেন।