মোঃ মজিবর রহমান শেখঃঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ১ নং —রুহিয়া ইউনিয়নের উত্তরা বাজারের রাসায়নিক সার ও কিটনাশক ব্যবসায়ী মাহাবুব হোসেন বাবুকে এক মাসের জেল দেওয়ার প্রতিবাদে ১১ আগস্ট (বৃহস্পতিবার) সকাল হতে রুহিয়া থানার ৫ দোকান বন্দ রেখেছে সার ব্যবসায়ীরা। ১১ আগস্ট (বৃহস্পতিবার) সকালে সাড়ে ১০টার সময় রুহিয়া ডাকবাংলো মাঠে ঢোলারহাটের বিশিষ্ট সার ও কিটনাশক ব্যবসায়ী আব্দুল জলিলের সভাপতিত্বে এক আলোচলা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, সহ-দফতর সম্পাদক গনেশ চন্দ্র সেন, ১ নং— রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সার ব্যবসায়ী হবিবর রহমান, কাজল, হুমায়ুন, সাদেকুল, হাসান, কাদের, সবুজসহ ৫ টি ইউনিয়নের সকল সার ব্যবসায়ীরা।
আলোচনা সভায় সকলে কয়েকটি সিদ্ধান্ত গ্রহন করেন—— (১) উত্তরা বাজারের সার ও কিটনাশক ব্যবসায়ী মাহাবুব হোসেন বাবু কে নিঃশর্তে মুক্তি দিতে হবে। (২) প্রতিটি বি সি আই সি ও বি এ ডি সি ডিলারকে তার নির্ধারিত এলাকায় সারা বছর শতভাগ সার ন্যায্য মূল্যে বিতরণ নিশ্চিত করতে হবে। (৩) ডিলারদেরকে পাইকারি মূল্য নির্ধারণ করে দিয়ে প্রতিটি সার ও কীটনাশক ব্যবসায়ীকে সার দেওয়া নিশ্চিত করতে হবে। (৪) সারের সরবরাহ বাড়িয়ে উদ্ভূত সারের কৃত্রিম সংকট নিরসন করে ব্যবসায়ী ও কৃষক ভাইদের হয়রানি বন্ধ করতে হবে । (৫) বাজার মনিটরিং এর নামে অযৌক্তিক ভাবে কোন সার ও কীটনাশক ব্যবসায়ীকে হয়রানি না করা নিশ্চিত করতে হবে।
পরে রুহিয়া সার ও কিটনাশক ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক হবিবর রহমান, যুগ্ন আহবায়ক গনেশ চন্দ্র সেন, সদস্য রশিনী (ঢোলারহাট), বাবুল (রাগাগাঁও), আল মামুন (সেনুয়া), আজহার (রামনাথ), আজাদ (আখানগর) । এখানে উল্লেখ্য, ১০ আগস্ট (বুধবার) বেশি দামে সার বিক্রির দায়ে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া থানার ১ নং —-রুহিয়া ইউনিয়নের উত্তরা বাজার থেকে সাকিব ট্রেডার্স এর মালিক মাহাবুব হোসেন বাবু (২৭) কে ভ্রাম্যমাণ আদালত ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
সর্ম্পকিত খবর সমূহ.
November 28, 2024