এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (৪১৫) এর বহুল কাঙ্ক্ষিত ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর ১৫টি পদের বিপরীতে ২৭৯২ জন ভোটার গোবিন্দগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের তফসিল ঘোষণার সময় স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার (১৩ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে তফসিল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন এ তফসিল ঘোষণা করেন। এসময় অপর নির্বাচন কমিশনার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, নির্বাচন কমিশনার ও গাইবান্ধা জেলা বাস মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রাজু, সাবেক সভাপতি আবু নাঈম, সাবেক সম্পাদক হাছেন আলী, আহবায়ক কমিটির সদস্য ও শ্রমিক নেতা খাজা, জালাল, জাহাঙ্গীর হারুনুুর রশিদ, ও কবির পীরজাদা আব্দুল্লাহ আল লাবীব, আমু, ময়নুল,শহিদুল,সাইফুল,মোন্নাফ,প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ১৬ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ; ২২ ও ২৩ আগস্ট মনোনয়ন পত্র বিক্রি; ২৪ আগস্ট মনোনয়নপত্র দাখিল; ২৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই; ২৭ ও ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার; ২৯ আগস্ট প্রতীক বরাদ্দ ও ১২ সেপ্টেম্বর সোমবার ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সভাপতি পদে ১৫ হাজার; কার্যকরি সভাপতি ও সহ-সভাপতি পদে ১৩ হাজার; সম্পাদক পদে ১৫ হাজার; সহ-সম্পাদক পদে ১২ হাজার; সাংগঠনিক পদে ১৩ হাজার; কোষাধ্যক্ষ পদে ১২ হাজার; দপ্তর, প্রচার, সড়ক সম্পাদক পদে ১০ হাজার এবং কার্যকরী সদস্য পদে ৮ হাজার টাকা জামানত সাপেক্ষে মনোনয়নপত্র তোলা যাবে।
প্রসঙ্গত, বিগত ১৪ জুলাই ২০১৮ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে মোতাবেক ২০২১ সালে ওই কমিটির মেয়াদ শেষ হয়। করোনাকালীন ভোটগ্রহণ সম্ভব না হওয়ায় সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি দীর্ঘ ৮ মাস দায়িত্ব পালন শেষে আজ নির্বাচনের তফসিল ঘোষণা করে।