মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধিঃ সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে ট্রাক ও ব্যাটারিচালিত টমটম সংঘর্ষে ১ জন মহিলা নিহত এবং ৪ জন আহত।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৩ আগস্ট শনিবার দুপুর ০১:৩০ ঘটিকায় সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় সিলেটগামী ট্রাক (ঢাকা-মেট্রো-ট ১৮-৮১৭৭) ও ব্যাটারিচালিত টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে৷ সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে ১ জন মহিলা নিহত এবং ৪ জন আহত৷
এদিকে ঘটনার পরপর স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে ট্রাক আটক করে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে এবং সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে৷ ঘটনায় নিহত হলেন উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের কুটি মিয়ার স্ত্রী রাহেরা বেগম (৭০)৷ আহতরা হলো- আসামপাড়া গ্রামের নজির আলীর ছেলে মোঃ কবির (৪৫), লক্ষীপুর গ্রামের জমির মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (৭০), আসামপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে মনির (৩৫) এবং আসামপাড়া গ্রামের কনু মিয়ার ছেলে হাফিজ রহমান (৫০)৷
এদিকে দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ সহ স্থানীয় এলাকার গণ্যমান্যরা গিয়ে সড়ক অবরোধ তুলে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।