মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধিঃ সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে লেগুনা ও সিএনজি (অটোরিক্সার) মুখোমুখি সংঘর্ষে জৈন্তাপুর মডেল থানার পুলিশ সহ ৭ জন আহত।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৩ আগস্ট শনিবার দুপুর সাড়ে ৩ টায় সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৭ নম্বর কূপের সম্মুখে লেগুনা ও সিএনজি (অটোরিক্সার) মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় পুলিশ সহ ৭ জন আহত হন। আহতরা হলেন জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাজী শাহেদ, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, পুলিশ কনস্টেবল মোঃ আল-আমিন, মোঃ ফজলু মিয়া। বাকি আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এদিকে ঘটনার পরপর স্থানীয় জনতা এগিয়ে এসে দূর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ সদস্যরা লেগুনা নিয়ে টহলরত অবস্থায় একটি সিএনজি (অটোরিক্সা) নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার সাথে দূর্ঘটনায় স্বীকার হয়। স্থানীয় জনতা তাৎক্ষণিক ভাবে আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন।