এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর, মহিমাগঞ্জ এবং কোচাশহর ইউনিয়ন মিলে নল্লীর বিল। এই বিলে বছরে শুধুমাত্র বোরো ধান হয়। আর বাকী সময় পতিত থাকে। এদিয়ে কৃষকদের অভাব দূর হয় না। তাই গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই মাহমুদ এই কৃষকদের কথা চিন্তা করে গতবছর নল্লীর বিলটি পতিত থাকা অবস্থায় পরিদর্শন করেন এবং লাভ জনক ফসল হিসাবে এবছর নল্লীর বিলের ৫৫ হেক্টর জমিতে স্বল্প জীবনকালের সরিষার চাষের লক্ষ মাত্রা নিয়ে
আজ দুপুরে শিবপুর ইউনিয়নের নল্লীর বিল এলাকার প্রায় ৪০০ জন কৃষক কে নিয়ে কৃষক সমাবেশ করেন। শিবপুর ইউনিয়ন এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ভি পি সেকেন্দার আলী মন্ডলের সভাপতিত্বে সংশ্লিষ্ট ওয়ার্ড এর ইউ পি সদস্য গণ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং উপ সহকারী কৃষি অফিসার গণ উপস্থিত ছিলেন।
এ সমাবেশে কৃষক দের নল্লীর বিলে সরিষা চাষের সুবিধা অসুবিধা শোনা হয় এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন। সব শেষে এই উদ্যোগ সফল করার জন্য দোয়া করা হয়।
এ কৃষি সমাবেশে প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই মাহমুদ বলেন,
ইনশাআল্লাহ এই পতিত জমিতে সরিষা চাষের এই উদ্যোগ সফল হবেই। কৃষি ও কৃষকের পাশে আছে কৃষি বিভাগ।