এসকে এম হুমায়ুন,নিজস্ব প্রতিবেদকঃসমুদ্রে ফের লঘুচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল হয়ে উঠেছে বাগেরহাটের স্বাভাবিক অঞ্চল ও নদী গুলো।
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টি হওয়ায় আজ শুক্রবার সকালে বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় ঘুরে দেখা গেছে বাগেরহাটের সদরের দড়াটানা,মুনিগন্জ,কচুয়া উপজেলার বলেশ্বর, মংলা, রামপাল উপজেলার পশুর নদী, ফকিরহাট মোল্লার হাট ভৈরব মধুমতী, চিতলমারী উপজেলার চিত্রা, মোড়েলগন্জের পানগুছি নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১ থেকে দেড় ফুট বৃদ্ধি পেয়েছে।
এদিকে, আজ সকাল থেকে আকাশ বেশ মেঘাচ্ছন্ন। সূর্যের দেখা মিলছে না। হালকা থেকে মাঝারি আকারের ঝড়ো বাতাস বইছে। সেই সাথে কখনো কখনো গুরিগুরি বৃষ্টি হচ্ছে। নদীতে অতি জোয়ারের পানিতে চরঅঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা,স্থানীয় কিছু লোকজনের সাথে যোগাযোগ করলে তাদের কাজ থেকে শোনা যাচ্ছে তারা খুব দূর চিন্তায় আছে ফসল সাক সবজি এবং ফলজ বাগান নিয়ে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত জারি করা হয়েছে।
বিগত সপ্তাহে সাগরে নিন্মচাপ এবং পূর্ণিমার প্রভাবে অতি জোয়ারের পানিতে গত সপ্তাহে শহর রক্ষা বাঁধের বাইরে যারা বসবাস করছেন এবং চরঅঞ্চলের হাজার হাজার মানুষের বাড়িঘর তলিয়ে গেছে। আবারো সেই আশঙ্কা করছেন তারা।