এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি মৌসমে আবহাওয়া অনুকূলে থাকায় পাটের বাম্পার ফলন হয়েছে। আর পাটের দাম ভালো পাওয়ায় আগ্রহ বেড়েছে পাট চাষীদের। সরেজমিনে দেয়া যায়,চলতি মৌসমে এখন পাট চাষীরা এখন পাট কাটা,পুকুর,বিল,ডোবার পানিতে পাট জাগ দেয়াসহ ঝুয়ে আশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কোচাশহর, মহিমাগঞ্জ,কামারদহ,গুমানীগঞ্জ,কাটাবাড়ী,রাখালবুরুজ,ফুলবাড়ী হরিরামপুর,নাকাই ও দরবস্ত, পৌরসভাসহ বিভিন্ন এলাকায় পাট চাষ বেশী হয়েছে। পাট অধিদপ্তর ও উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে প্রায় ৪’শ হেক্টর জমিতে রবি-১জাত, ৯৮,৯৭ এবং দেশী তোষাসহ বিভিন্ন জাতের পাট চাষ হয়েছে। গুমানীগঞ্জ ইউনিয়নের মীরকুচি মদনতাইড় গ্রামের কৃষক আল আমিন বলেন, আমি এক বিঘা জমিতে পাট চাষ করে বিঘা প্রতি ১১মন ফলন পেয়েছি, এবং ৩২’শ টাকা মন দরে পাট বাজারে বিক্রি করে খরচের তুলনায় দ্বি-গুন লাভবান হয়েছি। আগামী বছর ২বিঘা জমিতে পাট চাষ করবো বলে ভাবছি। কোচাশহর ইউনিয়নের হরিপুর গ্রামের কৃষক রইচ উদ্দিন বলেন,পাটের এবার ফলন ও দাম ভালো, তাই অন্য ফসলের চেয়ে পাট চাষ ভালো।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই মাহমুদ বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ভালো ফলন ও দাম ভালো পাওয়ায় পাট চাষীরা লাভবান হচ্ছে। উন্নত জাত নির্বাচন,সঠিক সময়ে ফসল চাষাবাদ,ফসলের রোগ-বালাই দমন,দুর্যোগপূর্ন আবহাওয়ায় ফসল সংরক্ষন ব্যাপারে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।