হিরক খান, মেহেরপুরঃ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি জামায়াতের বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল বীর শহীদদের স্মরণে মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ রবিবার বিকেল ৪ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভার্চুয়ালি আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সহ-সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, আইন বিষয়ক সম্পাদক পি.পি পল্লব ভট্টাচার্য,দপ্তর সম্পাদক মকলেসুর রহমান খোকন, জেলা মহিলা লীগের সভাপতি শামীম আরা হিরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল প্রমুখ।
এছাড়াও জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব উল আলম শান্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আরিফুল এনাম বকুল,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সফিক কামাল পলাশ বক্তব্য রাখেন। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ২১ আগস্ট বিএনপি জামায়াতের বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।