শিহাবুর রহমান সাকিব, ঢাকাঃ গত ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে পলিটেকনিক শিক্ষার মানোন্নয়ন ও জাতীয় শোক দিবসের আলোচনায় সভায় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সকে ৩ বছর করার ঘোষণা দেন।
এর প্রতিবাদে সোমবার (২২ আগস্ট) দুপুরে তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ কর্সসূচি করেন শিক্ষার্থীরা।
তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স না মানার দাবিতে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। এর মধ্যে তারা সড়কে অবস্থান নিতে প্রস্তুতি নিচ্ছিলেন।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বলেন, শিক্ষার্থীরা সড়কে নামেনি। তাদের দাবি-দাওয়া নিয়ে ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করেছিলেন। তারা রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছিন। তখন আমরা বাধা দেই, পরে তারা ক্যাম্পাসে অবস্থান করেন।
ক্যাম্পাসে অবস্থানের ২০-২৫ মিনিট পর তারা ক্যাম্পাস কর্তৃপক্ষের আশ্চাসে তাদের অবস্থান কর্মসূচি তুলে নিয়েছেন।