স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ৬১ টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর ইলেক ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে দেশেন ৬৪ টি জেলা পরিষদের ( পার্বত্য চট্রগ্রামের তিনটি জেলা পরিষদ বাদে)৬১ টি স্হানীয়
সংস্হার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এক ব্রিফিংয়ে জানান,তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর,মনোনয়নপত্র
যাচাই- বাচাইয়ের তারিখ ১৮ সেপ্টেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর।
সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পযন্ত কোনো বিরতি ছাড়াই ভোট গ্রহন চলবে।
জেলা প্রশাসকের নিজনিজ জেলায় নির্বাচনী রিটার্নিং
কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন।
অন্য স্হানীয় সংস্হা যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা জেলা পরিষদ নির্বাচনের ভোটার।
সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) এই
নির্বাচনে ব্যালট পেপারে অনুষ্ঠানের দাবি জানিয়েছেন
ইভিএম হলে ভোটে অংশ নেবেনা বলেও ইসিকে জানিয়েছেন তারা।