এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্যকে আটকের পাশাপাশি ইজিবাইক উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের কাঞ্চার বাঁশের তল থেকেহারানো ইজিবাইক সহ চোরকে পুলিশে সোপর্দ করা হয়। ব্যাটারি চালিত ইজিবাইক চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য আটক ফরহাদ সরকার (৩৭) শ্রীমুখ গ্রামের রশিদুল সরকারের ছেলে। এ রিপোর্ট লেখাকালীন ইজিবাইকের মালিক বারোটিকরি গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে এরশাদ প্রধান বাদী হয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ পৌরসভার ঠাকুরবাড়ী রোডে অবস্থিত ইজি বাইক স্ট্যান্ডের অদূরে রাখা গাড়িটি সকাল ৯টার দিকে চুরি হয়। দিনভর খোঁজাখুজির একপর্যায়ে আসামী ফরহাদ গাড়িটি কোচাশহর ইউপির কাঞ্চার বাঁশের তল নামক স্থানে সাক্ষী সিরাজুল ইসলাম দেখতে পায়। সে গাড়িটি থামাতে ব্যর্থ হয়ে চিৎকার দিলে অন্যান্য সাক্ষীদের সহায়তায় গাড়ি সহ ফরহাদকে আটক করে। পরে পথচারী ও স্থানীয়রা ফরহাদকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোর ফরহাদ ও ইজি বাইকটি থানায় নিয়ে আসে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ ইজিবাইক চুরি সিন্ডিকেটের মূলহোতা শ্রীমুখ গ্রামের মন্টু মিয়ার ছেলে মোনারুল ইসলাম বলে জানায়। আজ তারা সম্মিলিতভাবে ইজিবাইকটি চুরি করে।
ইজিবাইক উদ্ধার ও চোরকে থানায় আনা এসআই জসিম জানান, আটক ফরহাদ ইজিবাইক চুরি সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। এর মূল হোতা মোনারুল সহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।