এস.এম.বিপু রায়হান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃজ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং ট্রান্সপোর্ট দালালদের নৈরাজ্য বন্ধের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি এবং পাবনার বেড়ার শালিখা ও নগরবাড়ি নৌ-বন্দরে ট্রাক মালিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।
রোববার শুরু হওয়া এ কর্মবিরতি সোমবার (২৯ আগস্ট) চলমান রয়েছে।
এদিকে বিআইডব্লিউটিএ’র তিনটি নৌবন্দরে সব ধরণের পণ্য ট্রাকে লোড ও পরিবহণ বন্ধ থাকায় উত্তরাঞ্চলের ১৬ জেলার রাসায়নিক সার ও সিমেন্ট নিয়ে যাওয়া যাচ্ছে না। এছাড়া নৌবন্দরে নোঙ্গর করা জাহাজ থেকেও পণ্য খালাস বন্ধ রয়েছে। ফলে দুই হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম জানান, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহণের খরচ বেড়েছে। কিন্তু সে অনুযায়ী ট্রাক ভাড়া বাড়ানো হয়নি। ট্রাক বন্দোবস্তকারী শ্রমিকরা (ট্রান্সপোর্ট দালাল) পণ্যের মালিকদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করলেও তা ট্রাক মালিকদের দিচ্ছে না। এ কারণে সিরাজগঞ্জের বাঘাবাড়ি এবং পাবনার বেড়া উপজেলার শালিখা ও নগরবাড়ি নৌ-বন্দরের সব ট্রাক মালিকরা গত ২৫ আগস্ট যৌথ জরুরী সভা করেছে।
তিনি আরও জানান, সভার সিদ্বান্ত অনুযায়ী ট্রাকে মালামাল পরিবহণের ভাড়া বৃদ্ধি ও ট্রান্সপোর্ট দালালদের নৈরাজ্য বন্ধের দাবিতে পাবনার বেড়া ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বারকলিপি দেওয়া হয়েছে। কিন্ত তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারায় দুই দিন ধরে পণ্য পরিবহণ বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হচ্ছে।