হেলাল হোসেন কবিরঃলালমনিরহাটে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের কৌশল নির্ধারণ ও হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মুক্তা লাল রায় ঈশোরের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও এস, এম, সি সদস্যবৃন্দের ব্যবস্থাপনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়।
হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি নুরল হুদা বসুনিয়া-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, হাসান আতিকুর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর ফারুক হোসেন মুন্সী, হরিদেব দয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, সদর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবেদা খাতুন, ও জেসমিন আরা বেগম। বক্তব্য রাখেন হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস ছালাম, হরিদেব দয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র, সাবেক প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞাঁ, রামসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম মুকুল, হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মুক্তা লাল রায় ঈশোর প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মিজান।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।