মোঃ মজিবর রহমান শেখঃঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী উপজেলা শহরের মেসার্স আব্দুস সালাম মঞ্জু নামে এক বিসিআইসি সার ডিলারকে সার বিতরণে অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সারের বাজার নিয়ন্ত্রণ রাখার, কৃষকরা যাতে ন্যয্যমূল্যে সার ক্রয় করতে পারে সেই লক্ষে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোহা. যোবায়ের হোসেন ঐ সারের ডিলার আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করে। এ সময় ইউএনও মোহা.যোবায়ের হোসেন বলেন, সার বিতরণ সংক্রান্ত নিয়ম ভঙ্গ করা, সরকার নির্ধারিত মুল্যে কৃষকদের নিকট সার বিক্র না করে মধ্যেস্বত্বভোগীদের নিকট সার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারার আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স আব্দুস সালাম মঞ্জু ট্রেডাসের স্বত্বাধিকারী আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে কৃষকদের ন্যয্যমূল্যে সার প্রাপ্তির জন্য বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।