মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃবগুড়ার শেরপুরের চক কল্যানী পুর্বপাড়া গ্রামের মাহমুদ আলীর গোয়াল ঘরে বিদ্যুতের সর্ট-সার্কিট থেকে আগুন লেগে ৯ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে তিনটি বিদেশী গরু মারা গেছে। এতে সর্বশান্ত হয়ে পড়েছে পরিবার।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের চক কল্যানী পূর্বপাড়া গ্রামের অসুর আলী শেখের ছেলে মাহমুদ আলী গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করে আসছে। এই গরুই তার সংসারের যাবতীয় জোগান দেয়। ৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় গরু পরিচর্যা শেষে গোয়াল ঘরে তুলে রেখে সবাই ঘুমাতে যায়। রাতের যেকোন সময় বিদ্যুতের সর্ট-সার্কিট হয়ে গোয়াল ঘরে আগুন লেগে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মাহমুদ আলী টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে গোয়াল ঘরের মধ্যে থেকে ১ টি গরু বাহিরে বের করে। কিন্তু ভিতরে থাকা আরো ৩ টি গরু মারা যায়। এতে সর্বশান্ত হয়ে পড়েছে ওই পরিবার।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. মনিরুজ্জামান জিন্নাহ জানান, আল মাহমুদ খুব অসহায় মানুষ। ওই গরুগুলো লালন পালন করেই সংসার চালাতো। সে খুব ক্ষতির মধ্যে পড়েছে। আমাদের পক্ষ থেকে তাকে সকল সহযোগিতা করা হবে।