রফিকুল ইসলাম সুজন,রানীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ১২সেপ্টেম্বর ২০২২খ্রীঃ রোজ সোমবার সকাল ১০ টায় সহোদর ক্লাষ্টারের সহযোগীতায় উপজেলা রিসোর্স সেন্টার প্রশিক্ষণ রুমে উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীনের সভাপতিত্বে রিটার্নস এবং এন.এস.এ (NSA) সম্পর্কিত একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়৷এতে আলোচনা সভায় অংশ নেন,উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টার আবিদুল হাসান,সহকারি উপজেলা শিক্ষা অফিসার মুঞ্জুরুল আলম, জাহিদ হোসেন,সীমান্ত বসাক ও ঘনোশ্যাম বাবু ৷ এছাড়াও প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, হামিদুর রহমান,কুশমত আলী,আ:মান্নান, কামরুজ্জামান,দিলারা বেগম,শামিমা একরাম,তাহেরা বেগম,রুহুল আমীন, মুনসুরা বেগম,আনজুমানারা বেগম, জয়নাল আবেদীন,সহকারী শিক্ষক মকবুল হোসেন,কামরুজ্জামান,সোহেল রানা সহ প্রায় ৫৯জন প্রধান ও সহকারী শিক্ষকগণ ।
এসময় প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ।