বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ
জৈন্তাপুরে মৎস্য অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় জলাভূমি, বন্য প্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার বড়গাং নদীর ফেরীঘাট এলাকায় মাছ পোনা অবমুক্ত করা হয় ৷
অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদ হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ,উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মঈন উদ্দিন।