মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃভোলার বোরহানউদ্দিনে জলদস্যু,ডাকাত,চাঁদাবাজী,সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক,দুর্নীতি,বাল্যবিবাহ, মোবাইলের অপব্যবহার,কিশোর গ্যাং এবং যৌতুক বিরোধ সংক্রান্তে
বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কর্মকর্তাদের সমন্বয়ে অপরাধ বিরোধী জনসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫ টায় বোরহানউদ্দিন থানা কমপ্লেক্স এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত ) আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার বলেন,মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক থেকে নিজেকে বাঁচতে হবে,পরিবার,সমাজ ও দেশকে বাঁচাতে সবাইকে সচেতন থেকে মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
এসময় তিনি চুরি-ছিনতাই ঠেকাতে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা চান।
সভাপতির বক্তব্য বোরহানউদ্দিন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া বলেন,বোরহানউদ্দিন থানায় যে কোন প্রকার আইনী সহায়তা পেতে জিডি,মামলা রুজুতে কোন প্রকার আর্থিক সুবিধা নেয়া হয় না এবং বোরহানউদ্দিন থানাকে দালাল মুক্ত ঘোষনা করা হয়েছে তাই দালাল প্রতারক হতে সবাই সাবধান থাকবেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার,৮নং পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার,কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব কাজি প্রমুখ।