মিজানুর রহমান লাভলু,কানাইঘাট প্রতিনিধিঃকানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম এর সু-দক্ষ নেতৃত্বে ও থানার এএসআই মুশাহিদ মিয়ার সফল পরিচালনায় প্রযুক্তির সাহায্য নিয়ে চুরি হয়ে যাওয়ার দুই মাস ৫ দিন পর মোবাইল উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ০৯.০৭.২২ইং তারিখে কানাইঘাট উপজেলা গেইটের সামনে অবস্থিত শাহীন মেটালের কারখানা থেকে মোবাইল ফোনটি চুরি হয়। পরে ১৩.০৭.২২ ইং তারিখে ভুক্তভোগীর বাবা জামাল উদ্দীন মোবাইল হারানো উল্লেখ করে কানাইঘাট থানায় একটি সাধারন ডায়েরি (ডায়েরী নং.৫৩২, তাং ১৩/০৭/২০২২) করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা এএসআই মোশাহিদ মিয়া মোবাইলের আইএমই নাম্বার দিয়ে প্রযুক্তির মাধ্যমে মোবাইল ব্যবহারকারী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই এলাকায় চিহ্নিত করেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশের সহযোগীতা নিয়ে উল্লেখিত ব্যক্তির কাছ থেকে মোবাইল টি উদ্ধার করেন।গত শুক্রবার কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম ও চৌকস পুলিশ অফিসার এএসআই মোশাহিদ মিয়া মোবাইলের প্রকৃত মালিক জুয়েল আহমদের হাতে মোবাইল ফোনটি তুলে দেন।এদিকে,চুরি হওয়ার প্রায় ২ মাস ৫ দিন পর মোবাইল হাতে পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম ও এএসআই মোশাহিদ মিয়ার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ সহ পুলিশের সেবা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রতিবন্ধী জুয়েল আহমদ। সে পৌর এলাকার ডালাইচর গ্রামের জামাল উদ্দীনের ছেলে। থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপি এম জানান, আগের চাইতে বর্তমানে পুলিশ বাহিনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ে অনেক বিষয়ে সফলতা পেয়েছে। যে কোন ধরণের অপরাধ দমনে ও জনগনকে আইনি সেবা প্রদানে সর্বদা সোচ্চার রয়েছে থানা পুলিশ।