মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, সারাদেশে সাইবার ক্রাইম আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এ ক্রাইম এতো বেশি বিস্তার লাভ করেছে যে, সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে আমাদের দেশের মেয়েরা সবচেয়ে বেশী এ ক্রাইমের শিকার হচ্ছে। এ কারণে তাঁরা এ নিয়ে সব সময় উদ্বিগ্ন থাকে। এ জন্য আমরা সাইবার ক্রাইম ইউনিট গঠন করেছি।
গাজীপুর মহানগর পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশে আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর)সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেন।
গাজীপুর পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আখতার হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আইজিপি ড.বেনজির আহমেদ।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গাজীপুরকে এক সময় আমরা জানতাম, শুধু ধান গবেষণা ইনস্টিটিউট ও টাকশালের জন্য। কিন্তু এখন গাজীপুর অনেক বদলে গেছে। এখানে অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠেছে। গাজীপুরকে ইন্ডাষ্ট্রিয়াল টাউন বললে বেশী বলা হবে না। এখানে ইন্ডাষ্ট্রি এমনভাবে উন্নতি হয়েছে যে, গাজীপুর এখন একটা অর্থনৈতিক কর্মকান্ডের অঞ্চলে পরিণত হয়েছে।
আমরা গাজীপুরসহ মোট ৭টি মেট্রোপলিটন গঠন করেছি। শুধু মেট্রোপলিটন পুলিশ গঠন করিনি। আমরা সঙ্গে সঙ্গে পুলিশের শৃঙ্খলা বজায় রাখার জন্য ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পুলিশের ৮২ হাজার ৫৮৩টি নতুন পদ সৃষ্টি করে ৮২ হাজার ৫৮৩ জন পুলিশ সদস্য নিয়োগ দিয়েছি। তৈরি করেছি ইন্ডাষ্ট্রিজ পুলিশ, গঠন করা হয়েছে টুরিস্ট পুলিশ, নৌপুলিশ, ব্যুরো অব ইনভেস্টিগেশন, আমরা এন্টিটেরিজম ইউনিট পুলিশ গঠন করেছি, ন্যাশনাল ক্রাইম ইউনিট গঠন করেছি।
আমরা সবকিছুই করেছি জনগণকে সেবা দেয়ার জন্য। তাঁদের নিরাপত্তার জন্য, তাদের শান্তিতে রাখার জন্য। আমি মনে করি এসব গঠনে আমাদের যে উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্য সফল হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, নিশ্চয় আপনারা ৯৯৯-এর সুফল আপনারা পাচ্ছেন। যে কোন সময়, দেশের যে কোন জায়গা থেকে ফোন করেই আপনারা পুলিশি সেবা পাচ্ছেন।
তিনি বলেন, ১৫ বছর আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ গঠন করেছি। তিনি চেয়েছিলেন, পুলিশ কোন বৈদেশিক শক্তির নিয়োজিত পুলিশ হবে না। এদেশের পুলিশ হবে জনগণের পুলিশ। তাঁরা মানুষের সেবার জন্য, মানুষের কল্যানের জন্য কাজ করবে। আপনারা গত কোভিডের সময় দেখেছেন। পুলিশ কিভাবে মানুষের পাশে থেকেছে। যখন সন্তান তাঁর বাবা মার লাশ নিতে আসেনি, তখন পুলিশ তাঁর দায়িত্ব নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে পুলিশের আইজি বেনজির আহমেদ বলেন, বাংলাদেশের রাজধানী যদি ঢাকা হয়, অর্থনৈতিক প্রেক্ষাপটে গাজীপুরকে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এদেশের অর্থনীতির ফুসফুস হচ্ছে গাজীপুর। হাজার হাজার ইন্ডাষ্ট্রি এবং লাখ লাখ শ্রমিক এখানে কাজ করছে। আমরা প্রতিবছর যে ১৫ মিলিয়ন ডলারের গার্মেন্ট উৎপাদন রপ্তানি করছি। তার অধিকাংশই এ অঞ্চল থেকে রপ্তানী হয়ে থাকে। তাই গাজীপুরকে দেশের অর্থনীতির ফুসফুস বলা ভুল হবে না।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর পুলিশ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। এতে বাদ্যদল, বিপুল সংখ্যক মোটর সাইকেল, দুটি হাতি সকলের নজর কেড়েছে। পরে পুলিশ লাইন্সে কেক কেটে ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় আতশবাজি ফুটিয়ে অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলা হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে দেশের জনপ্রিয় শিল্পীগণ অংশগ্রহণ করেন।