পেকুয়া প্রতিনিধিঃ পেকুয়ায় এবি সেবা কর্তৃক পরিচালিত জয় বাংলা শিক্ষাবৃত্তি’২২ এর পরীক্ষা ২৩ সেপ্টেম্বর যথাযতভাবে সফল ও সার্থক করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর বিকেলে পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয় বাংলা শিক্ষাবৃত্তি’২২ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা বাংলাদেশ আওয়ামীলীগ পেকুয়া শাখার সভাপতি মো. শহিদুল্লাহ বিএ।
শিক্ষাবৃত্তি বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক আবদুল মামুন ফারুকী’র সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভার উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ পেকুয়া সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন। এতে আরো বক্তব্য রাখেন জয় বাংলা শিক্ষাবৃত্তি’২২ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যক্ষ ড. লায়ন মুহাম্মদ সানাউল্লাহ( ভিডিও কনফারেন্সে), ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মফিজুর রহমান সিকদার, মৌলভীবাজার ফারুকীয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক জাফর আলম, পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভীন আক্তার পরী, উত্তর মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হক প্রমুখ। এতে বক্তারা বলেন; প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তাই এই পরীক্ষা অতি সতর্কতার সঙ্গে সম্পন্ন করা আমাদের সকলের দায়িত্ব। এতে অন্যান্য পর্যবেক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।