মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলায় তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ কল্পে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে আজ।
মঙ্গলবার (২৭শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ডোমার বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপী’র নেতৃত্বে অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ব্যবসাপ্রতিষ্ঠানে সিগারেটের বিজ্ঞাপন প্রচার করার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ (সংশোধিত আইন-২০১৩) এর ৫(ছ) ধারায় দোকান মালিক হৃদয়কে এক হাজার টাকা, রাজুকে এক হাজার ৫০০ টাকা ও কৃষ্ণকে এক হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে ডোমার বাসস্ট্যান্ড এলাকায় ভাবির হোটেলের মালিককে ‘ধুমপান থেকে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ’ সাইনেস প্রদর্শন না করায় ৫’শত টাকা সহ সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান, পেশকার হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা ভূমি অফিসের মো. শাহরিয়ার। এছাড়া অভিযান পরিচালনায় সহযোগিতা করেন—ডোমার থানার এসআই নির্মল রায় সহ পুলিশ সদস্যবৃন্দ।