নয়ন ঘোষঃ যশোরে একদিনে অর্ধশত মামলার রায় দিয়ে রেকর্ড করা বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাসের পদোন্নতি হয়েছে। তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পেয়ে বুধবার দায়িত্ব বুঝে দিয়েছেন। আইনজীবীরা বলেন, শুধু মামলা নিষ্পত্তি না, যশোরে তিনিই প্রথম লঘু অপরাধে দন্ডিত আসামিদেরকে প্রবেশনে মুক্তি দিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন। এছাড়া, তিনি আসামিদের বাড়িতে থেকে নৈশ বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সুযোগ দেন। প্রবেশনের শর্ত অনুযায়ী আসামিরা বাড়িতে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে লেখা বিভিন্ন বই পড়েছেন। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র দেখেছেন। বিনা পারিশ্রমিকে সেবামূলক কাজ করেছেন। ধর্মীয় নানা কাজে অংশ নিয়েছেন। দরিদ্রদের বিনামূল্যে আহারের ব্যবস্থা করেছেন। এছাড়া, আসামিরা মাদক ও বাল্য বিয়ে বন্ধে প্রচারণা চালিয়েছেন। এছাড়াও তিনি প্রবেশনকালীন আসামির চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে অর্থসহায়তার ব্যবস্থা করে দেন। অসুস্থ ও চলাচলে অক্ষম সাক্ষীর ভার্চ্যুয়ালি সাক্ষ্য গ্রহণ করেন। বিচারক শিমুল কুমার বিশ্বাস নিজে লিগ্যাল এইড সম্পর্কে অন্যদেরকে সচেতন করেছেন এবং আসামিদেরকেও এ বিষয়ে প্রচারণা চালাতে উদ্বুদ্ধ করেন।