মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ কক্সবাজারের ঈদগাঁওতে রন্ধন শিল্পীদের নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে ঈদগাঁও বাজারে এর আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়। নতুন এ সংগঠনের নাম “ঈদগাঁও উপজেলা বাবুর্চি ভাই ভাই সমিতি”।
যাত্রা উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও নিজস্ব অফিস উদ্বোধন করা হয়। বাজারের প্রধান সড়ক সংলগ্ন তাজ শপিং সেন্টারের তৃতীয় তলায় সমিতির এ কার্যালয়টি স্থাপন করা হয়েছে। ফিতা কেটে ও ফুল ছিটিয়ে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ শওকত আলম শওকত, ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, ঈদগাঁও থানার উপ- পুলিশ পরিদর্শক গিয়াস উদ্দিন সহ সংশ্লিষ্টরা।
এর আগে সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শওকত আলম শওকত। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন মোঃ রেজাউল করিম ও পুলিশ কর্মকর্তা গিয়াস উদ্দিন।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোজাফফর আহমদ বাবুর্চি, সহ-সভাপতি মোঃ জাহেদ বাবুর্চি, সাধারণ সম্পাদক মোঃ কাদের বাবুর্চি ও অর্থ সম্পাদক মোঃ জাফর আলম বাবুর্চি।
উপস্থিত ছিলেন মার্ক কোম্পানির এস, আর মুর্শেদ, কুকমি কোম্পানির এস, আর সুমন দাস ও সুদীপ্ত এন্টারপ্রাইজের মিজানুর রহমান।
সমিতির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোঃ মনির বাবুর্চি, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক বাবুর্চি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আলম বাবুর্চি, প্রচার সম্পাদক মোঃ সাইফুল বাবুর্চি (চৌফলদন্ডী), দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব বাবুর্চি, সিনিয়র সদস্য শমসু বাবুর্চি, মোজাম্মেল বাবুর্চি, প্রবাসী ছাবের বাবুর্চি, ইউসুফ বাবুর্চি (খুটাখালী)।
৩৩ জন সদস্য নিয়ে এ সংগঠনের শুভযাত্রা শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।