মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
মঙ্গলবার(০৪ অক্টোবর) বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান।
এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন,
ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশের ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেক ধর্মকে আমরা সম্মান করি। তিনি আরো বলেন মাটিরাঙ্গা উপজেলায় সকল পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।
পূজা মন্ডপ পরিদর্শন কালে উপজেলার বিভিন্ন মন্দির পূজা কমিটির নেত্রীবৃন্দের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এবং মাটিরাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, খাগড়াছড়ি আসনের সাংসদ এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এবং মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এর পক্ষ থেকে সবকয়টি পূজা কমিটির হাতে নগদ অর্থ প্রদান করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পেয়ার আহমেদ মজুমদার, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি, তাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মজুমদার,গোমতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ।