মোঃ মহিউদ্দিন,ভোলা প্রতিনিধিঃ পুলিশ সুপার, ভোলা এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন ইলিশা ফেরিঘাটে চট্টগ্রাম থেকে ভোলার চরফ্যাসনের উদ্দেশ্যে আসা নিউ ইসরাত (NEW ISRAT) নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৫৭ বোতল ফেনসিডিল এবং ০৭ কেজি গাঁজা উদ্ধার করে ইলিশা তদন্ত কেন্দ্রের একটি চৌকস পুলিশ টিম।
০৫ অক্টোবর ২০২২ খ্রিঃ বুধবার রাত্র ১১.০৫ ঘটিকার সময় এসআই মোঃ গোলাম আযম সঙ্গীয় অফিসার এএস আই সুজন মাঝি ,এএস আই মাইনুল হাসান, এএস আই গুলজার হোসেন, সহ সঙ্গীয় ফোর্স সহায়তায় ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলশা ইউনিয়নের কালুপুর ০১ নং ওয়ার্ডস্থ ইলিশা ফেরিঘাটে চেকপোস্ট করা কালীন চট্টগ্রাম থেকে ভোলার চরফ্যাসন এর উদ্দেশ্যে আসা নিউ ইসরাত (NEW ISRAT) নামক একটি যাত্রীবাহী বাস যার রেজিস্ট্রেশন নং চট্টগ্রাম ব ১১০৬৪১, তল্লাশি করে গোল্ডেন ২(G2) সিরিয়ালের সিটটি খালি পাই। উক্ত সিটের উপরে ব্যাগ রাখার বক্সে LOTTO লেখা একটি স্কুল ব্যাগ এবং সিটটির নিচে কাপড় চোপড় রাখার একটি হাত ব্যাগ পাই। গাড়িটির ড্রাইভার, হেলপার এবং আশেপাশের অন্যান্য যাত্রীদের ব্যাগ গুলোর মালিক সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা জানায়, তারা কেউই এই ব্যাগগুলোর মালিক নয়। তখন ড্রাইভার হেলপার , উপস্থিত সাক্ষী ও যাত্রীদের সম্মুখে ব্যাগ দুটি খুললে LOTTO লেখা ব্যক্তিদের ৫৭ (সাতান্ন) বোতল ফেনসিডিল এবং সিটের নিচে থাকা হাত ব্যাগটিতে ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাপ্ত মাদকের বিষয়ে বাসটির ড্রাইভার হেলপার ও অন্যান্য যাত্রীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, ফেনী থেকে একজন মধ্যবয়সী কাঁচা পাকা মিডিয়াম সাইজের দাড়ি বিশিষ্ট লোক বাসটিতে ওঠে এবং G 2 সিটটিতে বসে উক্ত সিটের সোজা উপরে বক্সে এবং সিটের নিচে তার ব্যাগ গুলো রাখে। বাসটি লক্ষীপুর থেকে ফেরিতে করে ইলিশা ফেরিঘাটে পৌঁছালে পুলিশের চেকপোস্ট লক্ষ করে লোকটি কৌশলে বাস থেকে নেমে যায়। তার ব্যাগগুলো হয়তো রেখে গেছে।
এ সংক্রান্তে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে।