মোঃ হামিদুল ইসলাম,রাজারহাট,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে রাজারহাট-উলিপুর পাকা সড়কে মিলের পাড় ডিলারের তেপতি নামক এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে গেলে ড্রাইভার, পথচারী সাইকেল আরোহীসহ কয়েকজন আহত হয়।
সোমবার (১০ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ৩ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি উলিপুর থেকে রাজারহাট উপজেলার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে সাইকেল আরোহীসহ পথচারীকে ধাক্কা দিয়ে পুকুরে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মমিনুল ইসলাম জানান, মাইক্রোবাসটি উলিপুর থেকে রাজারহাট উপজেলার দিকে যাচ্ছিল, হঠাৎ সেটি রাস্তা ছেড়ে পুকুরে পড়ে যায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিহির রায় ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আমরা তিনজনকে তাৎক্ষণিক উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে জানান, তিনজনকে ভর্তি করানো হলে আমরা তাদের অবস্থা গুরুতর দেখি, এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।