এস.এম.বিপু রায়হান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে অর্ধেক ঝুলন্ত অবস্থায় রয়েছে। এতে সেতুটির ওই লেন দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের উল্লাপাড়ার ধোপাকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাকটিকে চেইন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
মালবাহী এ ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছে হাইওয়ে পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধোপাকান্দি সেতুর রেলিং ভেঙে অর্ধেক ঝুলন্ত অবস্থায় রয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও ওই লেনটি বন্ধ রয়েছে। তবে ওই সেতুর উত্তরে একটি বেইলি সেতু দিয়ে দুটি লেনের যানবাহন চলাচল করছে।
তিনি আরও বলেন, ১০ টন ওজনের ট্রাকটিতে আরও ১০ টন মালামাল রয়েছে। ফলে রেকার দিয়ে ট্রাকটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। চেইন কপ্পা দিয়ে ঠেকিয়ে ধীরে ধীরে ট্রাকের মালামাল আনলোড করতে হবে। একটু এদিক-সেদিক হলে ট্রাকটি সম্পূর্ণ পানিতে পড়ে যেতে পারে। এ উদ্ধার কাজ করতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান তিনি।