লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিত করন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।২৬ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে এবং ক্যাবের সহযোগিতায় উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।ভোক্তা-অধিকার ক্ষুণ্ন হলে অধিদপ্তরে প্রতিকার মেলে, লঙ্ঘিত হলে ভোক্তা-অধিকার অভিযোগ করলেই পাবেন প্রতিকার। এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে,কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ভিডিও চিত্রের মাধ্যমে ভোক্তা-অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং দন্ডে বিভিন্ন আইনে বিধি প্রদর্শন করেন।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরে আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. তারেখ আনাম।সেমিনারে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- জেলা ক্যাবের সভাপতি সাংবাদিক আলম সারোয়ার টিটু, সম্পাদক মনোয়ার হোসেন রনি, স্বাশিপের সভাপতি সাবেক সিভিল সার্জন ডাঃ দ্বীন মোহাম্মদ, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলিকিছ বেগম, জেলা পরিবহন মালিক সমিতির সদস্য সচিব আলমগীর মুরাদ রেজা, জেলা নিরাপদ সড়ক চাই এর সাধারন সম্পাদক সাংবাদিক শফিক কবীর, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, পুরান থানা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ লায়েক আলী প্রমুখ।এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ব্যবসায়ীনেতৃবৃন্দ , ক্যাবের সদস্যগণ’সহ বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।