মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলায় র্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেনের আগমন উপলক্ষে বরিশাল রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ ফারুক উল হক এবং ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকালে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় ভোলা সার্কিট হাউজে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল র্যাব ফোর্সেস মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করেন।
পরে ভোলার দৌলতখানে ঘূর্নিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক খুরশীদ হোসেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে দৌলতখান সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।
ত্রান বিতরণের সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক খুরশীদ হোসেন বলেন,যে কোনো দুর্যোগে মানবতার সেবায় র্যাব মানুষের পাশে ছিল,ভবিষ্যত ও থাকবে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষগুলো অসহায় হয়ে পড়েছে,তাদের পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে।
এসব মানুষের বন্ধু হয়ে বাংলাদেশ র্যাব পাশে দাড়িয়েছে।
তিনি বলেন, র্যাব দেশে জঙ্গি-সন্ত্রাস দমনে কাজ করছে,পাশাপাশি মানবতার সেবায়ও কাজ করছে এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
ভবিষ্যতেও র্যাবের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
দেশে কোনো জঙ্গি উত্থান ঘটবে না, পাহাড় বা দুর্গম এলাকা,যেখানেই জঙ্গিদের উত্থান হয়েছিল,সেখানেই নির্মূল করা হয়েছে।
বান্দরবনে প্রশিক্ষণপ্রাপ্ত একটি সহিংস চক্রকেও আটক করেছে র্যাব।
এসময় উপস্থিত ছিলেন র্যাব-৮ বরিশালের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহামুদুল হাসান,অতিরিক্ত ডিআইজি ফারুক-উল হক,ভোলার জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম,দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌহিদুল ইসলাম প্রমুখ।