মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ বর্ণিল সাজে সজ্জিত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রতিটি শ্রেণীকক্ষে শোভা পাচ্ছে রং বেরঙের বেলুন। ক্লাসরুম গুলোকে সাজানো হয়েছে অপরূপ সাজে। শিক্ষার্থীরা কেক সহ নানান খাবার নিয়ে অপেক্ষা করছে শিক্ষকদের জন্য। শিক্ষকদের মাধ্যমে কেক কেটে উদযাপন করবে শিক্ষক দিবস ২০২২। ছাত্র-ছাত্রীরা স্ব উদ্যোগে এমন আয়োজনে মেতে ওঠে। শুধু তাই নয় জাতি গড়ার কারিগর খ্যাত শিক্ষকদের জন্য সরকার ঘোষিত এ দিনে তারা ফুলের পানি দিয়ে পা ধুয়ে দেয় সকল শিক্ষকদের। শিক্ষার্থীরা গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষক- শিক্ষিকাদের। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে সকল শিক্ষকদের সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়। কেন্দ্রীয়ভাবে বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে বড়সড়ো কেক কাটা হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। উপস্থিত ছাত্রছাত্রীদের যেন উচ্ছ্বাসের কমতি ছিল না। পুরো আয়োজনে উপস্থিত সুধী, শিক্ষক ও ছাত্রছাত্রীরা এক আনন্দঘন মুহূর্ত পার করেছে। সরেজমিন ঘুরে বিদ্যালয়টিতে ব্যতিক্রমধর্মী এ আয়োজন দেখা গেছে। প্রতিটি শাখার শ্রেণী শিক্ষকদের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় প্রথমবারের মতো তারা শিক্ষকদের সম্মানে এমন আয়োজন করেছে বলে জানায় সংশ্লিষ্ট শ্রেণী শাখার প্রতিনিধিরা।
প্রতিটি শ্রেণী শাখার অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধনের ব্যবস্থাও করে শিক্ষার্থীরা।
মিলনায়তনে আয়োজিত শিক্ষক সম্মেলনে ফুল ছিটিয়ে শিক্ষকদের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ধরনের সম্মান ও শ্রদ্ধা পেয়ে বেশ উৎফুল্লিত হন শিক্ষকবৃন্দ। বেশ কিছুক্ষণ বিভিন্ন শ্রেণী শাখায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চলে পারস্পরিক কেক খাওয়ানো।
এ সময় প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টদের ফুলেল শুভেচ্ছা জানায় উপস্থিত শিক্ষার্থীরা। তাদের এ আয়োজনের মধ্যমণি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন।
শিক্ষার্থীদের উৎসাহ দিতে তাদের এসব আনন্দ উচ্ছ্বাসের শামিল হন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক সিরাজুল হক, আব্দুল মজিদ খান, নুরুল কবির, মোঃ রেজাউল করিম, পূরনাম পাল, এস, এম তারিকুল হাসান, মোঃ আব্দুল খালেক, ফাতেমা বেগম, মোহাম্মদ হাবিবুল্লাহ, দেলোয়ার হোসাইন সাঈদী, দেলোয়ার হোসেন, নুরুল আবছার, আব্দুল্লাহ আল মামুন, নুরুল হুদা, জসিম উদ্দিন (বাংলা), আব্দুস সালাম হেলালি, মোহাম্মদ আলম, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, রুহুল আমিন, গিয়াস উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, ইফফাত সানিয়া, অশ্রু রায়, শাহজালাল মুনির, এম শামসুল আলম, আনিসুর রহমান সহ বিদ্যালয়ে কর্মরতরা। উপস্থিত শিক্ষক মন্ডলী ও অতিথিরা এ ধরনের আয়োজনকে স্মরণীয় বলে মন্তব্য করেন।
শিক্ষার্থীদের এ ধরনের আয়োজন নজর কেটেছে সবার।