রফিকুল ইসলাম সুজন,রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ , বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রানীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সেলিনা জাহান লিটা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা,যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন,
সহকারী যুব কর্মকর্তা মোঝাহারুল ইসলাম , রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার খাইরুল ইসলাম, সাংবাদিক আশরাফুল আলম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন যুবকরা যেন মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ভুমিকা রাখে , আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। যুবকরা উন্নত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দেশ সেবায় নিয়োজিত করুক এবং কর্মসংস্থান সৃষ্টি করে তাদের ভাগ্যকে পরিবর্তন করুক । যত বেশি যুবকরা উন্নত হবে দেশ তত বেশি উন্নত হবে। যুব দিবসে যুব শক্তির উদ্ভব হোক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে তাদের এগিয়ে আসতে হবে। পরবর্তীতে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আওতায় যুবকদের মধ্যে ” দারিদ্রতা নয় , অসচেতনতাই বাল্যবিবাহের মূল কারণ” শীর্ষক একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।এতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।