সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ ০১.১১.২০২২
চাকুরী জাতীয়করণ ও বেতনভাতা বৃদ্ধির দাবিতে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল নিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব এন এ নাছির, জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান মধু, সাধারণ সম্পাদক বজলুর রশিদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯৯৬ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জারীকৃত আদেশমূলে জাতীয়করণের পরিপত্রটি অধ্যাবধি বাস্তবায়িত হয় নাই। এই পরিপত্রের বাস্তবায়ন চাই আমরা। এছাড়াও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সামান্য ৭ হাজার টাকা বেতনে সংসার পরিচালনা করা ও সন্তানদের লেখাপড়া করাতে হিমসিম খাচ্ছি। আমাদের অসহায় অবস্থা বিবেচনা করে চাকুরী জাতীয়করণ ও বেতনভাতা বৃদ্ধি করা হোক।