মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ ঈদগাঁও থেকে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করেছে কক্সবাজার সরকারী কলেজ কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (১ নভেম্বর) সকালে ঈদগাঁও বাসষ্টেশন চত্বরে এ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কক্সবাজার সরকারী কলেজে পড়ুয়া ঈদগাঁও অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এ ব্যবস্থা চালু করায় কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
ফিতা কেটে কলেজ বাসের আনুষ্ঠানিক
উদ্বোধন করেন কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন।
এ সময় জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনানসহ কক্সবাজার সরকারী কলেজ ও ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের কলেজ পড়ুয়া নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কলেজ অধ্যক্ষ গিয়াস উদ্দিন বলেন, ঈদগাঁওর ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে এ বাস চালু করা হয়েছে।শিক্ষার্থীদের সুবিধার্থে নিয়মিত এ বাস সার্ভিস চালু থাকবে ইনশাআল্লাহ।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মারুক আদনান বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবীর সাথে ছাত্রলীগ সবসময় পাশে থাকবে।
শিক্ষার্থীদের বহুদিনের স্বপ্ন পূরণ করে কলেজ বাস চালু করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীরা জানায়, এতে ভোগাস্তি দুর হবে। শিক্ষার্থীরা সঠিক সময়ে কলেজে পৌঁছুতে পারবে। তাদের কলেজে যাতায়াত সহজতর হয়ে উঠবে।