এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ ইনস্টিটিউশন অব ডিপ্লামা ইঞ্জিনিয়ার্স বাংলাদশ (আইডিইবি’র) ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরে বিভিন সড়ক প্রদক্ষিণ শেষে ভিএইড রোড সৈয়দ কমিউনিটি সেন্টারে সামনে গিয়ে শেষ হয়। র্যালিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান।
ইনস্টিটিউশন অব ডিপ্লামা ইঞ্জিনিয়ার্স বাংলাদশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রকৌশলী চদ্র শেখর দাসের সভাপতিত্ব র্যালি পূর্ব আলাচনা সভায় অন্যান্যদর মধ্য বক্তব্য রাখন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতা,সংগঠনর জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী মা. জান আলম সোহেল, বাংলাদশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এ্যাসাসিয়শনের জেলা আহবায়ক মোঃ সাহরাওয়ার্দি মন্ডল,জেলা ত্রাণ ও দূর্যাগ ব্যবস্থাপনা অধিদপ্তরর সাবেক জেলা কর্মকর্তা একএম ইদ্রিস আলী, প্রভাষক সোহেল রানা,গাইবান্ধা সড়ক ও জনপদ অধিদপ্তরর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আফজালুল হক,এটিএম মাসুদুর রহমান প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা ইন্সট্রাক্টরর টিএসসি মোঃ মাহমুদুল হক কাজল।