মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদকঃ উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য ভোলার বোরহানউদ্দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
মেলায় সরকারি-বেসরকারি দপ্তরের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। এ মেলায় স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
মেলায় ২৩ টি স্টলে উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল কলেজ,মাদরাসাকে সংযুক্ত করে উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন করা হয়।
বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নানামুখী ই-সেবার সঙ্গে পরিচিত করতে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনসাধারণ কিভাবে সরকারি সেবা পেতে পারে সে বিষয়ে সচেতনতা বাড়াতে এর আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,সমাজ সেবা কর্মকতা বাহাউদ্দিন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা (ভারপ্রাপ্ত) আমজাদ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল,উপজেলা একাডেমিক সুপার ভাইজার আয়সা সিদ্দিকা,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের
নাজির মোহাম্মদ মনির হোসেন,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাজি রুবেল প্রমুখ।