স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশের কন্যা সবরী রায়ের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অদ্য ১৩ (নভেম্বর) রোজ রবিবার সকাল ১১.০০ ঘটিকার সময় গ্রাম পুলিশ সুশান্ত রায়ের বাড়িতে যেয়ে তার কন্যার কাছে উল্লেখিত ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান যে, আমি “সবরী রায় (২৩) আমি খুলনা বয়রা কলেজে রসায়ন বিভাগের ২য় বর্ষের ছাত্রী আমার পড়াশোনার খরচ ঠিকমতো পরিবার থেকে বহন করতে না পাড়ায় আমি বাড়িতে থেকে পড়াশোনা করি এবং গ্রামের কয়েকটি শিশুদের প্রাইভেট পড়িয়ে আমার পড়াশোনার খরচ বহন করি। কিন্তু দুই থেকে তিন মাস যাবত আমি সেই প্রাইভেট পড়ানোর কাজটা করতে পারছি না। কারণ গ্রামের কিছু বখাটে ছেলেরা আমাকে বিভিন্ন ভাবে প্রতি নিয়ত উত্তক্ত করে আসছে তাই আমি ওদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য গত ৮-০৯-২০২২ সাত(৭) জনের বিরুদ্ধে খুলনা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলী আদালত “গ” অঞ্চলে একটি মামলা দায়ের করেছি যার সি আর নং – ১৭৯ ধারা ৩২৩/৩২৪/৩৫৪/৩৭৯/৫০৬ দণ্ডবিধি।
‘নালিশী সুত্রে জানা যায় একই গ্রামে বসবাস কারি, উত্তম মন্ডল (২৬) পিতা- সুজিত মন্ডল, গৌতম গাইন (২৫) পিতা- কৃষ্ণপদ গাইন, সাগর গাইন (২২) পিতা- ঠাকুর গাইন, সহ আরও ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন’। উল্লেখিত ব্যাক্তিদের নামে মামলা দায়ের করার পর থেকে ভুক্তভোগী পরিবারের সকলকে প্রতিনিয়ত প্রান নাশের হুমকি দিয়ে আসছে বলে জানান সবরী রায়। এছাড়াও ভুক্তভোগী আরও বলেন সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে আমি এবং আমার পরিবার সঠিক ভাবে স্বাভাবিক জিবন পরিচালনা করতে পারি সে জন্য দূষিদের বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানাই ।.