লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ আইনী লড়াই শেষে মুক্তিযুদ্ধ পক্ষশক্তির হাতে কিশোরগঞ্জ প্রেসক্লাব। দীর্ঘদিন কায়েমী শক্তির হাতে কিশোরগঞ্জ প্রেসক্লাব কুক্ষিগত থাকার পর অগঠনতান্ত্রিক ভাবে চলার প্রেক্ষিতে ২০১৭ সালের ২৩ ডিসেম্বর কিশোরগঞ্জের মুক্তিযুদ্ধ পক্ষশক্তির সাংবাদিক বৃন্দ প্রেসক্লাবের নেতৃত্ব গ্রহন করে। সে সময় ঘটনা স্হলে একাধিক ম্যাজিস্ট্রেট ও বিপুলসংখ্যক র্যাব,পুলিশ সহ সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিল। এ অবস্থায় অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় অবস্থান কারী প্রতিক্রিয়া শীল গোষ্ঠী প্রেসক্লাব ছেড়ে চলে যায়। উল্লেখ্য এ কায়েমী স্বার্থবাদীদের কারণে দীর্ঘদিন যাবৎ সাংবাদিকদের সদস্যপদ প্রাপ্তির পথ রুদ্ধ ছিল। অতপর নেতৃত্ব গ্রহনকারী সাংবাদিক বৃন্দ গনতান্ত্রিক ভাবে প্রেসক্লাব পরিচালনা কালীন সময়ে এড. লুৎফুর রাশিদ রানা এর কার্যক্রম বদ্ধে আদালতে মোকদ্দমা দায়ের করেন। অতপর দীর্ঘ আইনী লড়াই শেষে গত ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি ফাতেমা নাজিব এর হাইকোর্ট বেঞ্চ এড. লুৎফুর রশিদ রানা গং এর দায়েরকৃত মামলার কার্যক্রম স্থগিত করায় সাংবাদিক আহমেদ উল্লাহর কিশোরগঞ্জ প্রেসক্লাব পরিচালনায় আইনী আর কোন বাধা রইলো না
সর্ম্পকিত খবর সমূহ.
November 28, 2024