এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফন্স সপ্তাহর শুভ উদ্বাধন ও আলাচনা সভা আজ মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফন্স হলরুম অনুষ্ঠিত হয়। এবারর প্রতিপাদ্য বিষয় ছিল ‘দুর্ঘটনা-দুর্যাগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সানার বাংলা গড়ি’।
উদ্বাধনী দিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফন্সর আয়াজন উপ-সকারী পরিচালক মা. জাকির হাসনর সভাপতিত্ব অনুষ্ঠান প্রধান অতিথি ছিলন জলা প্রশাসক মা. অলিউর রহমান। সভায় অন্যান্যদর মধ্য বক্তব্য রাখন পুলিশ সুপার মুহাম্মদ তহিদুল ইসলাম, সদর উপজলা পরিষদ চয়ারম্যান শাহ সারায়ার কবীর, গাইবান্ধা প্রসক্লাব সভাপতি কএম রজাউল হক, জলা মুক্তিযাদ্ধা সংসদর সাবক কমান্ডার বীর মুক্তিযাদ্ধা মাহমুদুল হক শাহজাদা প্রমুখ।
অপরদিক পলাশবাড়ীত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফন্স সপ্তাহ শুভ উদ্বাধন করা হয়ছ। মঙ্গলবার সকাল পলাশবাড়ীত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফন্স স্টশন চত্ত্বর উপজলা নির্বাহী অফিসার মা. কামরুজ্জামান নয়নর সভাপতিত্ব এক আলাচনা সভায় প্রধান অতিথি হিসব বক্তব্য রাখন উপজলা পরিষদ চয়ারম্যান একএম মাকছদ চধুরী বিদ্যুৎ।
অন্যান্যদর মধ্য বক্তব্য রাখন উপজলা আওয়ামী লীগ সাবক সভাপতি আবু বকর প্রধান, পলাশবাড়ী প্রস ক্লাবর সভাপতি রবিউল হাসন পাতা ও উপজলা মুক্তিযাদ্ধা সংসদর সাবক কমান্ডার আব্দুর রহমান প্রমুখ। শুরুতই স্বাগত বক্তব্য রাখন পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফন্স ইনচার্জ মুহাম্মদ মশিউর রহমান। এসময় ফায়ার সার্ভিসর কর্মী ও ব্যবসায়ী, বিভিন মহলর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলন।