এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা পুলিশে বার্ষিক পরিদর্শন করেছেন ও বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে শহীদ ৪ পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভ বাংলাদেশ পুলিশের রেঞ্জ ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম।
আজ ২২ নভেম্বর মঙ্গলবার গাইবান্ধা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জ এর ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম। গাইবান্ধায় আগমনে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম। এরপর ডিআইজি পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন করেন ও মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন। প্যারেড পরিদর্শনকালে তিনি গাইবান্ধা জেলা পুলিশ সদস্যদের প্যারেডে দক্ষতা মূল্যায়ন করেন এবং পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইছ মো: ইলিয়াস জিকু।
এরপর ডিআইজি রিজার্ভ অফিস,অস্ত্রাগার, ক্লোথিং স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর, রেশন স্টোর, মোটরযান শাখা, ব্যারাক, ফোর্সের মেস, পুলিশ হাসপাতাল এবং ইন সার্ভিস ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। রেঞ্জ ডিআইজি এসব পরিদর্শনকালে সর্বস্তরের পুলিশ সদস্যদের সুবিধা/ অসুবিধার বিষয়ে পুলিশ সুপার, গাইবান্ধা ও সংশ্লিষ্ট পুলিশ অফিসারগণকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: ইবনে মিজান,সহকারী পুলিশ সুপার সি-সার্কেল উদয় কুমার সাহা।পরবর্তীতে ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে ০৪(চার) পুলিশ সদস্যদের হত্যার স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করেন। এবং শহীদ পুলিশ সদস্যদের পরিবারের হাতে উপহার তুলে দেন৷