মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কেজি ৮৫৭গ্রাম ওজনের ১৬টি স্বর্ণেরবার ও একটি
ইজিবাইকসহ মোঃ অহিদুজ্জামান (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিদাস ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকা থেকে এসব স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।আটক মোঃ অহিদুজ্জামান একই উপজেলার কেড়াগাছি গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে।বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতেজা নিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাংগা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল হরিদাস ঠাকুরের আশ্রম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ২০০ টাকা মূল্যের ১ কেজি ৮৫৭ কেজি ওজনের ১৬টি স্বর্ণেরবার এবং একটি ইজিবাইকসহ মোঃ অহিদুজ্জামানকে আটক করে।আটক অহিদুজ্জামানকে ইজিবাইকসহ কলারোয়া থানায় সোপর্দ এবং স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।