মোঃ সাজ উদ্দিন,সিলেট প্রতিনিধিঃ ভারতের আসামে শিলচর-সিলেট আন্তর্জাতিক ফেস্টিভ্যাল উৎসবে অংশগ্রহণ করতে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি সাংবাদিক নূরুল ইসলাম শুক্রবার ভারতের আসাম রাজ্যের শিলচর সফরে যাচ্ছেন।
সকালে তিনি সুতারকান্দি ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করবেন। দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ডেলিগ্রেশন টিমের সাথে তিনি এই সফরে যাচ্ছেন। দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট মোঃ তাহমিন আহমদের নেতৃত্বে সিলেটের ব্যবসায়ী প্রতিনিধিগণ, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালকবৃন্দ এবং দৈনিক সিলেটের ডাক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ সহ সিলেটের সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ ডেলিগ্রেশন টিমের সাথে রয়েছেন।
শিলচর-সিলেট ফেস্টিভ্যাল উৎসবে ডেলিগ্রেশন টিমে আরও অংশগ্রহণ করছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আতিক হোসেন, সাবেক প্রেসিডেন্ট ও পরিচালক আবু তাহের মোঃ শোয়েব, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চন্দন শাহ, পরিচালক সরোয়ার হোসেন (ছেদু) সহ আরও অনেকেই রয়েছেন।
২ ডিসেম্বর থেকে শুরু হয়ে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হবে শিলচর-সিলেট ফেস্টিভ্যাল উৎসব। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় নয়াদিল্লির ইন্ডিয়া ফাউন্ডেশন ও বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ এই উৎসব আয়োজন করেছে। আসামের শিলচর শহরের পুলিশ প্যারেড গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত শিলচর-সিলেট ফেস্টিভ্যাল উৎসব ২০২২ এ বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ড. এ কে আব্দুল মোমেন।