বিশেষ প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে মোঃ নাজিম উদ্দীন (২৫) নামে এক জিনের বাদশাকে গ্রেফতার করেছে র্যাব-৮
শনিবার (৩ ডিসেম্বর) ভোর রাতে বোরহানউদ্দিন উপজেলার চাঁননীর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত নাজিম উদ্দিন ঐ উপজেলার চকডোষ গ্রামের মো. নিরব হাওলাদারের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জিনের বাদশা নাজিম উদ্দীন নিজেকে মাওলানা কামরুজ্জামান ওরফে কালা হজুর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের জনসাধারণের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি গত ১৫ দিন পূর্বে র্যাব-৮ এর দৃষ্টিগোচর হয়।
বোরহানউদ্দিন থানা সংলগ্ন চাঁননীর হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নাজিমউদ্দীনকে গ্রেফতার করে।
গ্রেফতারকালে তার কাছ থেকেট প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল, সিমকার্ড, ইজিবাইক এবং নগদ ৬ হাজার ৬’শ টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন যাবত জিনের বাদশা পরিচয়ে বিভিন্ন ফেসবুক পেইজ এবং লোকাল টিভি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে নিজের মোবাইল নম্বর, বিকাশ একাউন্ট, নগদ একাউন্ট দিয়ে থাকে। ভুক্তভোগী লোকজন নিজেদের সমস্যার জন্য যোগাযোগ করলে কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে পর্যায়ক্রমে টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।